ইন্দোনেশিয়ায় এই সপ্তাহে এক হাজারের বেশি শিশু বিনামূল্যের স্কুল লাঞ্চ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বহু বিলিয়ন ডলারের পুষ্টিকর খাবার কর্মসূচির সঙ্গে যুক্ত সাম্প্রতিক একাধিক খাদ্য বিষক্রিয়ার ঘটনার সর্বশেষ উদাহরণ।
পশ্চিম জাভার চিপংকর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউইউন সারিহোতিমা জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত মোট ১ হাজার ১৭১ জন বিষক্রিয়ার শিকার হয়েছে। এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়েছিল।
প্রেসিডেন্ট প্রাবোও তাঁর নেতৃত্বের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে এই পুষ্টিকর খাবার প্রকল্প চালু করেছেন, যার লক্ষ্য আট কোটি স্কুল শিক্ষার্থীকে বিনামূল্যে দুপুরের খাবার সরবরাহ করা। সূত্র: বিবিসি
ইউটি/টিএ