নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো একই গ্রামের মো. সাঈদের দুই ছেলে সাইম (৪) ও লাবিব (২)।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে খেলতে খেলতে পুকুরপাড়ে যায় দুই শিশু। এসময় ছোট ভাই লাবিব পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই সাইমও পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের চাচা করিম চকিদার বলেন, সন্ধ্যায় হঠাৎ দেখি ওরা দুজন পানিতে ভাসছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন তারা আর নেই। পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে।
সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।
এমকে/এসএন