শাহরুখ খান ও তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রাক্তন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’-এ তাকে অপমান করা হয়েছে।
ওয়াংখেড়ে জানিয়েছেন, মামলায় জয়ী হলে প্রাপ্ত ক্ষতিপূরণের পুরো অর্থ তিনি টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন।
সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সমীরের দাবি, ওই চরিত্র তার সঙ্গে মিল রেখে তৈরি এবং এতে মাদকবিরোধী সংস্থা ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তিনি আদালতের কাছে সিরিজটির স্ট্রিমিং ও বিতরণ বন্ধের নির্দেশ এবং মানহানির ঘোষণা চান।
এর পেছনে রয়েছে পুরোনো ঘটনা। ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখনই মামলার তদন্তে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান আরিয়ান। সেই সময় সমীরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে সিবিআই মামলা করে, যদিও তিনি তা রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করেন।
সব মিলিয়ে বাস্তব ও পর্দার গল্প যেন নতুন করে আদালতে মুখোমুখি দাঁড় করিয়েছে আরিয়ান খান ও সমীর ওয়াংখেড়ে। এখন দেখার বিষয়, আদালতের রায়ে কোন পক্ষের দাবি টিকে থাকে।
এসএন