বায়োটেকনোলজিনির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বাংলাদেশকে স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজিনির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে শুরু হওয়া ৬ষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলনের (আইসিবিএইচএ ২০২৫ উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশ বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত দুই দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই স্বাস্থ্য ও কৃষির জন্য প্রতিকার।’

একই সঙ্গে এ আয়োজনের মধ্যদিয়ে জিএনওবিবি তাদের বৈশ্বিক কার্যক্রমের ২০ বছর পূর্তি উদযাপন করছে।

উদ্বোধনী ভাষণে অধ্যাপক আবরার বলেন, আমরা বায়োটেকনোলজি বিপ্লবের দোরগোড়ায় আছি। এখনই এই সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য ও কৃষি খাতে কার্যকর সমাধান দিতে পারে বায়োটেকনোলজি।

উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষিকে বাদ দিয়ে স্বাস্থ্যসেবা কল্পনা করতে পারি না, আবার পরিবেশগত স্থায়িত্ব ছাড়া খাদ্য নিরাপত্তার কথাও ভাবা যায় না। এই আন্তঃসম্পর্কই আমাদের পথ দেখাবে।’

বাংলাদেশের অর্জনের উদাহরণ তুলে ধরে ড. আবরার বলেন, উচ্চফলনশীল ও সহনশীল ধানের জাত উদ্ভাবন, স্থানীয়ভাবে কোভিড-১৯ পরীক্ষার কিট উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় মাইক্রোবিয়াল প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে আমাদের সাফল্যের গল্প তৈরি করেছে। ‘এসব দৃষ্টান্ত আমাদের আরও দূর এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে,’ বলেও মন্তব্য করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে জাতীয় বায়োটেক উদ্ভাবন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন শিক্ষা উপদেষ্টা। তিনি জানান, প্রস্তাবিত প্রতিষ্ঠান দেশীয় ও প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের সমন্বয়ে পরিচালিত হয়ে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বায়োটেক হাবে রূপান্তর করবে।

একইসঙ্গে একটি জাতীয় বায়োটেক ডেটা ব্যাংক গঠনের আহ্বান জানান ড. সি আর আবরার। যেখানে ক্লিনিক্যাল রেকর্ড থেকে শুরু করে উদ্ভিদ ও প্রাণীর জিনোম তথ্য পর্যন্ত মানসম্মত ডেটা সংরক্ষিত থাকবে।

উপদেষ্টা আবরার বলেন, বিজ্ঞানকে ভালো শাসনব্যবস্থা, উদ্ভাবনকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং নীতিকে প্রতিশ্রুতির সঙ্গে মিলিয়ে নিতে হবে।

এই সম্মেলনকে শুধু বিজ্ঞানীদের সমাবেশ নয় বরং সরকার, একাডেমিয়া, শিল্প ও নাগরিক সমাজসহ সব অংশীজনের জন্য ‘আহবান’ বলেও অভিহিত করে উপদেষ্টা আবরার।
মাল্টিমিডিয়া গ্রুপ বাংলাদেশের সিইও আব্দুল আউয়াল মিন্টু বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিতে যোগ দিলেন ৭০০ সনাতনী Sep 26, 2025
img
গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’ Sep 26, 2025
img
১৫ বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন আঙুল ফুলে কলাগাছ হচ্ছে: শামারুহ মির্জা Sep 26, 2025
img
বিএনপি মাদক ও অবক্ষয়মুক্ত কর্মমুখর যুব জনগোষ্ঠী গড়ে তুলবে : এমরান সালেহ প্রিন্স Sep 26, 2025
img
দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী থাকবে র‍্যাবের ২৮১ টহল দল Sep 26, 2025
img
জাতিসংঘের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা Sep 26, 2025
img
নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে অনুমতি দেয়া হবে না: ডোনাল্ড ট্রাম্প Sep 26, 2025
img
ওষুধের ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Sep 26, 2025
img

এশিয়া কাপ ২০২৫

ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা Sep 26, 2025
img

ফেসবুকে সিনিয়র সহকারী প্রেস সচিব

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলে সদস্য সংখ্যা ৬২ জন Sep 26, 2025
img
শূন্যের রেকর্ড গড়া সাইম আইয়ুবকে বাদ দিতে বললেন ওয়াকার Sep 26, 2025
img
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বাণিজ্যিক বন্দরে আগুন Sep 26, 2025
img
স্ত্রী পালাল প্রেমিকের সাথে, রাগে হেলিকপ্টারে চড়ে নতুন বউ আনল স্বামী Sep 26, 2025
img
জামায়াত ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি গোলাম পরওয়ারের Sep 26, 2025
img
শঙ্কা কাটিয়ে বিসিবির ভোটার তালিকায় তামিম Sep 26, 2025
জামায়াতের সাথে ইউনূসের ‘রাইতের’ সম্পর্ক আছে: অ্যাডভোকেট ফজলুর রহমান Sep 26, 2025
img
গানশট উদযাপন নিয়ে ফারহানের বুদ্ধিদীপ্ত জবাব, অস্বস্তিতে আইসিসি Sep 26, 2025
সন্তানকে যেভাবে ইসলামের দিকে আনবেন | ইসলামিক টিপস Sep 26, 2025
img
কারো কারো মধ্যে ছোট ছোট শেখ হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে : সাইফুল হক Sep 26, 2025
শ্রদ্ধা-রাহুলের মিষ্টি মুহূর্ত ভাইরাল, এবার সামনে আসছে প্রেম? Sep 26, 2025