পাকিস্তানের পেসার হারিস রউফকে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্ররোচনামূলক আচরণের কারণে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ চলাকালীন রউফ ভারতীয় সমর্থকদের দিকে ‘৬-০’ অঙ্গভঙ্গি দেখান এবং প্লেন পতনের ভঙ্গিমা অনুকরণ করেন। সূত্রের বরাতে খবরটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম পিটিআই।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (বিসিসিআই) এই আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ করে।
পরে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সভাপতিত্বে আনুষ্ঠানিক শুনানির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে শাহিবজাদা ফারহানকে তার ‘গানশট’ উদযাপনের জন্য শুধু সতর্ক করা হয়েছে।
টুর্নামেন্ট সূত্র পিটিআইকে অনানুষ্ঠানিকভাবে বলেছে, ‘ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শুক্রবার দুপুরে দলের হোটেলে শুনানি শেষ করেছেন। হারিস রউফকে আগ্রাসী আচরণের কারণে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে, আর ফারহানকে সতর্ক করা হয়েছে।’
এর আগে রউফ ও ফারহান উভয়ই আইসিসির শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। দুই ক্রিকেটারই রিচার্ডসনের সামনে উপস্থিত হন এবং তাদের সঙ্গে ছিলেন দলীয় ম্যানেজার নাভিদ আকরাম চিমা।
সূত্র জানিয়েছে, ফারহান তার ‘গানশট উদযাপন’কে পাকিস্তানের পাখতুন সম্প্রদায়ের ঐতিহ্যগত উদযাপনের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন।
তিনি উল্লেখ করেছেন যে ভারতীয় তারকা বিরাট কোহলিও একইভাবে উদযাপন করেছেন।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সুর্যকুমার গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেহেলগাম সন্ত্রাসী হামলার পরিবারদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। আইসিসির শুনাানির পর তাকে ভবিষ্যতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআর/টিকে