খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দলটি এখন ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব দাবি করেন তিনি।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, একটি শক্তি মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে বাঁধা সৃষ্টি করছে, চাঁদাবাজি করছে।
গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি কিংবা বিশেষ সুবিধা নেবে না। “অন্য কোনো দল এই অঙ্গীকার করতে পারবে কি না, সেটা জনগণ দেখতে চায়।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সরকার যদি কোনো দলের পকেটে যায়, জনগণ তা মেনে নেবে না।
তিনি দাবি করেন, পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড ও সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি করা হলে জামায়াত আগামীকালই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘এর আগে আমরা সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন করছি চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে।’
তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, ক্ষমতায় গেলে সব তরুণকে কর্মসংস্থানের আওতায় আনা হবে। চাকরি দিতে না পারলে বেকার ভাতা দেয়া হবে।
ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্ল্যার সভাপতিত্বে সমাবাশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
এর আগে সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় ছাত্র যুব সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার।
কেএন/টিকে