বিএনপিকে আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায় : আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। রাজনীতিতে যে পরিবর্তন সেটা ধারণ করতে হবে। বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী দিন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের দেশে রাজনীতিকে গণতন্ত্রয়নের কথা বলি কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রয়নের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতান্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রয়ন হবে।

‘একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতান্ত্রয়ণ করা হবে। এখানে অর্থনীতিকে গণতান্ত্রয়ণ করা হবে। যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে। সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতান্ত্রয়ন করতে হবে। যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়।’ বক্তব্যে যোগ করেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানের স্পোর্টসের প্রতি উনার পরিবারের যে আগ্রহ, সেটা আপনারা সবাই জানেন। আমরা এখন এই কাজগুলো করছি। সুইমিং, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সুইমিং এগুলো হচ্ছে মাত্র শুরু। আগামী দিনে স্পোর্টসকে নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, এটা হয়ত অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে।

স্পোর্টস একটা দেশের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টসের মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিতি হয়েছে। স্পোর্টসের মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন।

আপনাকে বড় দেশ হতে হয় না। আপনাকে মিলিটারি ভাবে শক্তিশালী হতে হয় না। স্পোর্টসের মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন। আমরা ইনশাল্লাহ সেদিকে যাব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো। আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা থাকতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান। 

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে রাস্তায় আসতে হবে না: জামায়াত আমির Sep 27, 2025
img
এবার দীপিকাকে ‘খোঁচা’ ফারাহ খানের Sep 27, 2025
img
ইরান-রাশিয়ার মধ্যে ২,৫০০ কোটি ডলারের পারমাণবিক প্রকল্পের চুক্তি স্বাক্ষর Sep 27, 2025
img
শ্রীদেবীর ছায়াতলেই নিজেকে খুঁজছেন জাহ্নবী কাপুর! Sep 27, 2025
img
ভুয়া পরিচয়পত্র নিয়ে আবারও আলোচনায় কাঞ্চন-শ্রীময়ী Sep 27, 2025
img
জুবিন ইস্যুতে দ্রুত সব প্রশ্নের উত্তর চাই: পাপন Sep 27, 2025
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কথা জানালেন প্রধান উপদেষ্টা Sep 27, 2025
'বাংলাদেশের প্রতিনিধিদলে বর্তমান সদস্যসংখ্যা শেখ হাসিনা আমলের তুলনায় কম' Sep 27, 2025
ঢাবিতে ইয়া-বাসহ ধরা, থানায় ফোন জুবায়েরের! Sep 27, 2025
জাতিসংঘের ভাষণে রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা Sep 27, 2025
‘বৈষম্যমুক্ত ন্যায়বিচার ভিত্তিক সমাজ বিনির্মানের যাত্রা শুরু করতে পেরেছি’ Sep 27, 2025
'বিশ্বজনীন তাপমাত্রা বৃদ্ধি সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা আজ হাতছাড়া হয়ে গেছে' Sep 27, 2025
এবারের জাতিসংঘ অধিবেশন সবার জন্য গুরুত্বপূর্ন বললেন প্রধান উপদেষ্টা Sep 27, 2025
কেন মানবাধিকার কমিশন গঠন হলো না? প্রশ্ন সানজিদার Sep 27, 2025
img
আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না লিটন Sep 27, 2025
img
পিআর হলে সকাল-বিকেল এমপি বেচাকেনা হবে: রাশেদ খান Sep 27, 2025
img
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা Sep 27, 2025
img
ঢাকায় আসার সুখবর দিলেন পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমত Sep 27, 2025
img
তাইওয়ানে হামলার প্রস্তুতিতে চীনকে সহায়তা করছে রাশিয়া, ফাঁসকৃত নথিতে চাঞ্চল্য Sep 27, 2025
img
নুরু-নাহিদরা কি চমক দেখাতে পারবেন- প্রশ্ন রনির Sep 27, 2025