আবার একসঙ্গে দেখা গেল শাকিব খান ও অপু বিশ্বাসকে। মূলত ছেলে অব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই সম্মিলন। জয়ের জন্মদিন ছিল গতকাল। আর এজন্যই উদযাপনের আয়োজন করা হয় শাকিব খানের গুলশানের বাসায়। আর সেখানেই অপু বিশ্বাসকে দেখা গেল।
কদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেসময়ই ছবির গতিবিধি দেখে অনেকেই অনুমান করেছিলেন শাকিব ও বুবলীর ঝামেলা মিটে গেছে, তারা একত্রে সংসার শুরু করতে যাচ্ছেন। আর এও মনে করা হচ্ছিল অপুর সঙ্গে শাকিবকে আর দেখা যাবে না।
তবে সেসব অনুমান মিথ্যে করে আবার একসঙ্গে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটিকে। ছবিগুলো অপু ও শাকিব কারো সামাজিক মাধ্যম থেকে পোস্ট করা না হলেও, সামনে চলে এসেছে। সেই ছবিতেই দেখা যায় শাকিব খানের পুরো পরিবারের মাঝে উপস্থিত অপু বিশ্বাস। রয়েছেন, শাকিব খানের মা, বাবা ও বোন।
ফলে এবারও প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি অপু এবার গুলশানের বাড়িতেই থাকবেন? এসব প্রশ্নের জবাব সময় বলে দেবে। এদিকে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টা পেরোনোর সঙ্গে সঙ্গে ছেলেকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। আপলোড করেন একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, বিদেশের মাটিতে শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতেছেন অভিনেতা। ক্যাপশনে শাকিব লেখেন, শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে।
এসএস/এসএন