সম্প্রীতি বজায় রেখে আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কয়েম। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। সবার প্রতি আহ্বান জুলাই পরবর্তী সময়ে এই সম্প্রীতি বজায় রেখে পূজাকে উৎসবমুখর করার। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন থাকতে হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডাকসুর জিএস ফরহাদ হোসেনসহ ৫ সদস্যের প্রতিনিধি দল আজ দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে।
ঢাবিসহ দেশের সব মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা।
যেসব স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সে সব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।
এমকে/এসএন