জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সিমলা যাওয়ার পথে বাইক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মোহালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই গায়কের মাথা এবং মেরুদণ্ডে মারাত্মক আঘাত লেগেছে। দুর্ঘটনার জেরে তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘পথ দুর্ঘটনায় তার মাথা ও মেরুদণ্ডে গুরুতর চোট লাগে। দ্রুত তাকে মোহালির হাসপাতালে স্থানান্তর করা হয়।’
‘জরুরি ভিত্তিতে একজন নিউরো সার্জেন তাকে দেখেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন।’
প্রসঙ্গত, লুধিয়ানায় জন্ম নেওয়া রাজবীর জওয়ান্দা পাঞ্জাবি সংগীতাঙ্গনের পরিচিত মুখ। ‘কালি জওয়ান্দে দি’ সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি ভক্তদের মন জয় করেছেন। পাশাপাশি বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতেও তার গান বেশ জনপ্রিয়।
পিএ/টিএ