দেশের মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত নয়, জনগণ ওয়ান ম্যান ওয়ান পদ্ধতিতে নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
পিআর পদ্ধতিতে ভোটের বিরোধিতা করে ড. মঈন খান বলেন, ‘পি আর পদ্ধতি সম্পর্কে দেশের অধিকাংশ মানুষের স্পষ্ট ধারণা নেই। বাংলাদেশের মানুষ গত ১০০ বছর ধরে সৎ, যোগ্য ও নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছে। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হলে ভোটাররা জানবে না তারা কাকে ভোট দিচ্ছে। তারা জানবে কোন দলকে ভোট দিচ্ছে। তাই দলকে ভোট দিয়ে মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্দিষ্ট ভাবে, নির্দিষ্ট পছন্দের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়। তাই মানুষ শত বছর ধরে যেভাবে ভোট দিয়ে আসছে, রাতারাতি এর পরিবর্তন কেউ মেনে নেবে না। জনগণের কাছে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।’
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে ড. আব্দুল মঈন খান জানান, নির্বাচন নিয়ে তিনি কোন আশংকা করছেন না। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ও সম অধিকার নিশ্চিত হবে বলেও মনে করেন তিনি।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ড. মঈন খানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন চন্দ্র শিপন, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ বিভিন্ন পূজা মণ্ডপ এবং জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতারা।
পিএ/টিএ