এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মানেই অন্যরকম উত্তেজনা। দুবাইয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর অবশেষে ভারতের মুখেই হাসলো শিরোপা। পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুর্যকুমার যাদবের দল জয় নিশ্চিত করে ১৯.৪ ওভারে।
রান তাড়ায় দারুণ ইনিংস খেলেন তরুণ তিলক ভর্মা। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি অপরাজিত অর্ধশতক পূর্ণ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচের শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ ধরে রাখলেও পাকিস্তানকে হারিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন-
“খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই -ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।”
এই মন্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাত ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে পরিচালিত ভারতীয় অভিযানের প্রসঙ্গও টেনে আনেন।
ক্রিকেটারদের এই ঐতিহাসিক জয় উদযাপনে মেতেছে ভারতজুড়ে মানুষ। দেশের বিভিন্ন স্থানে মিছিল-মিটিং আর আনন্দোৎসবে মুখরিত পরিবেশ। জাতীয়তাবাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সড়ক।
৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই দেখলো ক্রিকেটপ্রেমীরা। প্রত্যাশিতভাবেই মহারণে পরিণত হওয়া এই ম্যাচের শেষ হাসি হাসলো ভারতীয়রা।
পিএ/টিএ