রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, দেশীয় অস্ত্র, লাইফ জ্যাকেট, হেলমেট, গুলতি, মারবেলসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে -হেরোইন ৩০০ গ্রাম, গাঁজা ২৫০ গ্রাম, চাপাতি ১টি, তলোয়ার ২টি, গুলতি ১০টি, মার্বেল ২ হাজার পিস, হেলমেট ২০টি, লাইফ জ্যাকেট ১২টি, লোহার রড ৫টি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
তিনি বলেন, মোহাম্মদপুরে আমরা প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুর্গে হানা দেওয়া হয়। বিভিন্ন মাদক কারবারিদের বাসা ও আস্তানায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এসব আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। জেনেভা ক্যাম্পে আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পিএ/টিএ