দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডাকসু নেতারা জানান, পূজা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া পূজামণ্ডপে হামলা বা ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ডাকসু নেতারা বলেন, অতীতে প্রতিমা ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সরকার এ বিষয়ে কাজ করছে। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। জুলাই বিপ্লবের পর বিশ্ব দরবারে আমরা নতুন ইতিহাস গড়ার সুযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আমরা পূজার নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। গতকাল জগন্নাথ হল, শিববাড়ি মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ পূজা নিশ্চিত করতে তাদের সুপারিশসমূহও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুতর তোফাজ্জল হত্যাকাণ্ড ও সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

তিনি জানান, এ বিষয়ে প্রকৃত তথ্য ও তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। 

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

প্রকল্প শেষ করতে ১৮মাস সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 29, 2025
গুইমারার ঘটনায় দাঙ্গা পরিকল্পনার ইঙ্গিত দিল আইএসপিআর Sep 29, 2025
img
এবার দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক বিচারপতি মানিক Sep 29, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভুটানের রাষ্ট্রদূত Sep 29, 2025
শেষমেশ কারাগারেই শে'ষ নিশ্বাস ত্যাগ করলেন সাবেক শিল্পমন্ত্রী Sep 29, 2025
একটি গোষ্ঠী ৫ই আগস্টের স্বীকৃতি চাই ; ইসরাফিল খসরু Sep 29, 2025
মুমিনের জীবনের দামি দুটি নেয়ামত Sep 29, 2025
img
আসন্ন সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ Sep 29, 2025
img
গাজীপুরে গণ অধিকার পরিষদ নেতা আব্দুর রহমানের ওপর হামলা Sep 29, 2025
img
ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 29, 2025
img
সাকিবের পোস্টে সারজিস আলমের মন্তব্য Sep 29, 2025
img
‘এদের অদ্ভুত সব যুক্তি’, এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে তারেক রহমান Sep 29, 2025
img
দুর্গাপুজায় শান্তিপূর্ণ উদযাপনে যেসব পরামর্শ দিলো পুলিশ Sep 29, 2025
img
কবে থেকে ইলিশ ধরা বন্ধ জানালেন মৎস্য উপদেষ্টা Sep 29, 2025
img
নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের Sep 29, 2025
img
পাকিস্তান হেড কোচ মাইক হেসনের পদত্যাগের দাবি বাসিত আলীর Sep 29, 2025
img
লেহেঙ্গা ও গহনায় অনন্য রূপে ধরা দিলেন অভিনেত্রী পরীমণি Sep 29, 2025
img
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান Sep 29, 2025
img
বগুড়ায় মোটরসাইকেল রেসিং, প্রাণ গেল দুই শিক্ষার্থীর Sep 29, 2025
img
সহপাঠীকে মারধরের অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল সালমান খানকে Sep 29, 2025