গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় আব্দুর রহমানের ওপর এই হামলা হয়।
শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগর সভাপতি মাজেদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় আব্দুর রহমানের পায়ের একটি নখ উঠে গেছে। পায়ের আঙুল থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মাজেদুর রশীদ আরো জানান, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং গণ অধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর ৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রবিবার রাতে বাসায় ফিরছিলেন।
পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাঁকে অপহরণের চেষ্টা চালায়। জোর করে তাঁকে একটি মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করা হয়। তিনি গাড়িতে উঠতে না চাইলে তাঁকে টেনেহিচড়ে অনেক দূর নিয়ে যায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে পুলিশের টহল গাড়ি দেখে মাইক্রোবাস থেকে আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয় তারা। পরে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আব্দুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ গাজীপুরের নেতারা। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ আহত অবস্থায় গণ অধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত (সোমবার বেলা ১২টা) থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।