বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে গণসংযোগ শেষে তিনি এমন মন্তব্য করেন।
ড. মারুফ হোসেন বলেন, ‘দেশের জনগণ আর প্রতারণার ফাঁদে পা দেবে না। মানুষ এখন পরিবর্তন চায়।
ভোটের নামে যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, জনগণ তাদের আর বিশ্বাস করবে না।’
তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা কোনো রাজনৈতিক প্রচারণা নয়, এটি হলো দেশের মানুষের মুক্তির রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে এ কর্মসূচির বার্তা পৌঁছে দিতে হবে।
এ সময় ড. মারুফ হোসেন পৌরসভার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। গণসংযোগকালে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিগত দিনের বিএনপি সরকারের সময়ের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামচ্ছুল হক, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব কাউছার আলম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন খন্দকার সুমন, সালাউদ্দিন সরকার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন মোল্লা প্রমুখ।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমকে/এসএন