সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পাঁচ নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে একত্রিত হয়ে তারা সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
পদত্যাগকারীরা বলেন, আমরা আমাদের ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করছি।
এ ব্যাপারে তাদের কেউ কোনো ধরনের চাপ প্রদান করেনি বলে উল্লেখ করেন।
এ সময় সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বলেন, ‘আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তাভাবনা করে স্বেচ্ছায়, সজ্ঞানে এই পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’
প্রসঙ্গত, পদত্যাগকারীরা চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন।
এমকে/এসএন