ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বিদেশি চাপের মুখে দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরান কখনো জোরজবর দস্তিতে মাথা নত করবে না।
মঙ্গলবার ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বিজয়ী ফ্রিস্টাইল ও গ্রিকো-রোমান কুস্তি দলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান তরুণ প্রজন্মের সামনে কুস্তিগিরদের একটি আদর্শ হিসেবে উল্লেখ করেন।
“আপনারা আপনার আচরণ ও চরিত্রের মাধ্যমে তরুণদের জন্য আদর্শ হয়ে উঠতে পারেন,” বলেন তিনি। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “চ্যালেঞ্জ যতই বাড়ুক, ইরান তার সংকল্পে অটল রয়েছে।”
“বিশ্ব আমাদের আত্মসমর্পণ করাতে চাচ্ছে, কিন্তু আত্মসমর্পণ আমাদের স্বভাব নয়। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের জন্য দাঁড়িয়ে থাকব এবং কখনো মাথানত করব না।”
তিনি ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিভিন্ন বিধিনিষেধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা ও সম্ভাবনার ওপর নির্ভর করলেই আমরা অবশ্যই আমাদের লক্ষ্য অর্জন করব।”
সোমবার আরেক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “শত্রুরা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, কারণ আমরা মাথা নত করি না, অপমান মেনে নিই না।” তিনি আরও বলেন, “তারা চায় আমরা অধঃপতিত ও নিচ লোকদের কাছে মাথা ঝোকাই, কিন্তু সেটা কল্পনাও আমার মাথায় আসে না। ইরান ও আমাদের জনগণকে হাঁটু গেড়ে বসানো কেবলই এক মায়াবী কল্পনা।”
গত মাসে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি—২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো আবার চালু করার প্রক্রিয়া শুরু করে। তারা অভিযোগ করে, তেহরান চুক্তির শর্ত লঙ্ঘন করেছে—যদিও যুক্তরাষ্ট্র একতরফাভাবে ওই চুক্তি থেকে সরে গিয়েছিল এবং এর শর্ত ভঙ্গ করেছিল।
চলতি সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করে। এর মাত্র দুদিন আগে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীন ও রাশিয়ার দাখিল করা একটি খসড়া প্রস্তাব ভেটো দেয়।
ইরান জানিয়েছে, এই পদক্ষেপের জবাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে।
সূত্র: প্রেস টিভি
এমআর/টিকে