ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৬টার দিকে কাঁচপুর সেতুর ওপরে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। ধারণা করা হচ্ছে, ট্রাক রেখে দুই ট্রাকচালক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা গাড়িচাপায় তাদের মৃত্যু হয়।
তাদের মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এমকে/এসএন