ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত চান্নুলাল মিশ্রা মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
তার মেয়ে নম্রতা মিশ্রা এক সংবাদমাধ্যমকে জানান, গত ১৭-১৮ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগের সঙ্গে সাথে লড়াই করছিলেন অবশেষে ২ অক্টোবর ভোরে তিনি ইহালোক ত্যাগ করেন।।
মিশ্রার শেষকৃত্য বিকেল ৫টায় বারাণসীতে অনুষ্ঠিত হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রখ্যাত এই সংগীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বিখ্যাত গায়ক পণ্ডিত চান্নুলাল মিশ্রার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি সারা জীবন ভারতীয় শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রেখে গেছেন । শাস্ত্রীয় সঙ্গীতকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি বিশ্ব মঞ্চে ভারতীয় ঐতিহ্য প্রতিষ্ঠায় অমূল্য অবদান রেখেছিলেন। এটা আমার সৌভাগ্য যে আমি সর্বদা তাঁর স্নেহ এবং আশীর্বাদ পেয়েছি।
২০১০ সালের ২৫ জানুয়ারি তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়। ২০২০ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত করা হয়।
আরাকসান ছবির "সানস আলবেলি" গানটির মাধ্যমে বলিউডে তার ছাপ রেখে গেছেন ভজন ও গজলের জন্য বিখ্যাত চান্নুলাল মিশ্রা।
বিখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর পন্ডিত চান্নুলাল মিশ্রার মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এমকে/এসএন