ঢালিউড মেগাস্টার শাকিব খানের ইদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মাস দেড়েক আগে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। পোস্টারে দেখা যায়, দুই হাতে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব। অস্ত্র হাতে অনেকগুলো মানুষ তাঁর চারপাশ থেকে ঘিরে রেখেছেন।
ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে প্রযোজিত সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ইতোমধ্যে জানা গেছে শাকিবের নতুন সিনেমার চিত্রগ্রাহক হিসেবে থাকছেন ভারতের অমিত রায়। যিনি বলিউড অভিনেতা সালমান খান, রণবীর কাপুরের মতো তারকাদের ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।
বুধবার (১ অক্টোবর) ‘প্রিন্স’ ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ এক পোস্টে জানিয়েছেন অমিত রায়ের সঙ্গে প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন। ওই পোস্টে দেখে যায়, অমিত রায়, আবু হায়াত, শিরিন সুলতানা ছাড়া পোস্টে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। কারণ শাকিবের নির্মিতব্য সিনেমায় আছেন বলিউডের পরিচিত চিত্রগ্রাহক। ছবির প্রি-প্রোডাকশনের মিটিংটি চলছিল মুম্বাইয়ে আমির খানের সেটে। সেখানেই হঠাৎই হাজির বলিউড অভিনেতা।
শাকিবের মিটিংয়ের বদৌলতে আমির খানের সঙ্গে দেখা হয়ে যায় ‘প্রিন্স’ পরিচালক-প্রযোজকের। আবু হায়াত মাহমুদ সেই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে লিখেছেন, “প্রি-প্রোডাকশনের এই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিশেষ। ধন্যবাদ অমিত দা, আমাদের জন্য এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ‘প্রিন্স’ (ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা) সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে এগিয়ে চলেছে।”
‘প্রিন্স’ সিনেমায় শাকিবে বিপরীতে দেখা যাবে তিনজন নায়িকাকে। এরমধ্যে একাধিক নায়িকার নাম সামনে আসলেও অনুষ্ঠানিকভাবে কিছুই জানননি ছবির সংশ্লিষ্টরা। সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরে বাংলাদেশ সফরে আসলে গুঞ্জন উঠেছিলে শাকিবের ছবিতে দেখা যাবে পাক নায়িকাকে।
ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে শাকিব খানের নতুন সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, চীনের টেকনিশিয়ানরা কাজ করবেন এ সিনেমায়। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সাথে সাথে চীনেও একযোগে মুক্তি পাবে শাকিবের আসন্ন সিনেমা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
এমকে/এসএন