গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক সামুদ্রিক আইন ভঙ্গ হিসেবে আখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) কোপেনহেগেনে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় (ইপিসি) বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মার্টিন বলেন, ‘যদি ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটে থাকে, তাহলে অবশ্যই এটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন ভঙ্গের শামিল।’
তিনি আরও বলেন, ‘এটি সম্পূর্ণ মানবিক মিশন। কারও জন্য হুমকি নয়। এর মূল লক্ষ্য গাজার জনগণের কাছে ত্রাণ পৌঁছানো এবং মানবিক সহায়তা পৌঁছানোর জরুরি প্রয়োজনীয়তাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।’
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, আটককৃতদের জন্য কনস্যুলার সহায়তা দেওয়া হবে এবং তিনি জোর দিয়ে বলেন, তাদের যথাযথভাবে আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফ্লোটিলা আয়োজকদের দাবি, গাজামুখী আন্তর্জাতিক ত্রাণবাহী এ বহরে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়ে ১৫টি নৌযান থেকে ২২৩ জন কর্মীকে আটক করেছে। তাদের মধ্যে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, ব্রিটেন ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, আটককৃতদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।
এদিকে ফ্লোটিলার অফিসিয়াল ট্র্যাকার জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২১টি নৌযানে হামলা চালিয়েছে, আর বাকি ২৩টি গাজার পথে রয়েছে।
ইএ/টিকে