ড. ইউনূস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না: ডা. জাহেদ উর রহমান

ড. ইউনূস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে ছিলেন না উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ড. ইউনূস একাধিকবার দেশি ও আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

বুধবার (০১ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ডা. জাহেদ বলেন, সবশেষ আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সঙ্গেও ড. ইউনূস স্পষ্টভাবে বলেছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নন (হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু হওয়ার আগ পর্যন্ত)।

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার চাইলে যেকোনো সময় এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। আওয়ামী লীগকে আইসিটি আইনের সংশোধনের মাধ্যমে সংগঠন হিসেবে বিচারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন। আমার জানা মতে, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তদন্ত বা বিচার তো দূরের কথা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বর্তমানে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর আওতায় নিষিদ্ধ। আগে এই আইনের মাধ্যমে শুধু সংগঠন নিষিদ্ধ করা যেত। ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনা সরকার এই আইনে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেন। পরবর্তীতে নতুন অধ্যাদেশের মাধ্যমে ধারাটি সংশোধন করে সরকার চাইলে কোনো সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করার ক্ষমতা পায়। সেই ধারার ভিত্তিতেই আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন সরকারের এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ, যার কারণে এর নিবন্ধনও স্থগিত আছে। দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারলে তারা নির্বাচনে অংশ নেবে কিভাবে?

ডা. জাহেদ বলেন, টেকনিক্যালি সরকার চাইলে আগামীকালই এই নিষেধাজ্ঞা তুলে দিতে পারে। তবে বিচারিক প্রক্রিয়া আলাদা বিষয়। যদি আদালতে প্রমাণ হয় আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত, তবে আদালতের রায়ে দলটি স্থায়ীভাবে কিংবা ১০ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে। এ সিদ্ধান্ত আদালতই নেবে, সরকার নয়।

যুক্তরাষ্ট্র সফরে ড. ইউনূসের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রত্যেকে উনার বক্তব্যের আলাদা অংশ তুলে ধরছি। তিনি বলেছেন, যেকোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠতে পারে। আবার পিআইবির ফ্যাক্টচেকে বলা হয়েছে, তিনি এমন কিছু বলেননি। উনার সাক্ষাৎকারে তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না। অর্থাৎ তিনি দুই রকম কথা বলেছেন। আমি মনে করি, এটি হয়তো ভুলক্রমে হয়েছে। তিনি আসলে বলতে পারতেন, বিচারকার্য চলাকালীন দলের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। শেষে যদি আদালত আওয়ামী লীগকে নির্দোষ ঘোষণা করে, তখন নিষেধাজ্ঞা উঠে যাবে।

তিনি আরও বলেন, যদি ইচ্ছাকৃতভাবে উনি এভাবে বলে থাকেন, তবে হয়তো কৌশলগত অস্পষ্টতা (স্ট্র্যাটেজিক অ্যামবিগুইটি) তৈরি করেছেন। কেন করেছেন, সেটা নিয়েও আলোচনা হতে পারে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরে ড. ইউনূস বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, বরং সমস্যার সৃষ্টি করছে। ফলে বলা যায়, তিনি পশ্চিমাদের সামনে হয়তো একটি উদার মনোভাব প্রদর্শন করেছেন। কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশনের অভ্যুত্থান-পরবর্তী রিপোর্টেও শেখ হাসিনা ও তার দলকে কঠোরভাবে অভিযুক্ত করা হয়েছে। সেই রিপোর্টে যদিও উল্লেখ আছে যে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নয়।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আসর শুরুর আগেই মুস্তাফিজকে ছেড়ে দিল ক্যাপিটালস Oct 02, 2025
img
‘এনসিপিকে শাপলা দিলে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবে’ Oct 02, 2025
img
বিএনপির ভেতরে কোনো কোন্দল নেই : আবদুল আউয়াল মিন্টু Oct 02, 2025
img
গাজামুখী ফ্লোটিলা থেকে আটক পাকিস্তান জামায়াতের সাবেক সিনেটর Oct 02, 2025
img
সুমুদ ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইউরোপীয় গ্রিন পার্টি Oct 02, 2025
img
যাত্রীদের জন্য সতর্কবার্তা: এমিরেটসের প্লেনে পাওয়ার ব্যাংক নিষিদ্ধ Oct 02, 2025
img
হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় Oct 02, 2025
img
নৌবহর আটকে তদন্ত শুরু করেছে তুরস্ক Oct 02, 2025
img
সুমুদ ফ্লোটিলার সমালোচনা করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি Oct 02, 2025
img
‘জুলাই বিপ্লব নিয়ে ব্যবসা করলে জনগণ মেনে নেবে না’ Oct 02, 2025
img
দুই সেশনেই গুটিয়ে গেল উইন্ডিজ, ব্যাটিংয়েও ভারতের আধিপত্য Oct 02, 2025
img
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব Oct 02, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: বার কাউন্সিল চেয়ারম্যান Oct 02, 2025
img
ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক Oct 02, 2025
img
অস্ট্রেলিয়াকে ৪ গোল দিয়ে শীর্ষে আর্জেন্টিনা Oct 02, 2025
img
আমার আনন্দ শুরু হয়েছিল অষ্টমী থেকেই : পূজা চেরী Oct 02, 2025
img
২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নামিবিয়া Oct 02, 2025
img
জিতের ‘সতর্কবার্তা’ নিয়ে টলিউডে নতুন বিতর্ক Oct 02, 2025
img
এমসিসির নতুন সভাপতি এড স্মিথ Oct 02, 2025
img
আইপিএল নিলামে নজর কাড়বেন নিশাঙ্কা, আগ্রহী একাধিক ফ্র্যাঞ্চাইজি Oct 02, 2025