প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষের পথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর দিন নানা আনুষ্ঠানিকতা শেষে রাজধানীসহ সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন।

এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জনস্থলে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

এর আগে বিহিত পূজা আর সিঁদুর খেলার আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার দশমীর প্রস্তুতি। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নারী ভক্তরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং পরস্পরের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন। পূজার শেষ দিনে ভক্তদের মাঝে ছিল আবেগঘন পরিবেশ। দেবীর চরণে প্রণাম করে তাঁকে বিদায় জানানোর প্রস্তুতি চলে সারা দিন ধরে।

সিঁদুর খেলার পর ভক্তরা দেবীর কাছে পরিবার ও সমাজের কল্যাণ কামনা করেন।

সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন মণ্ডপে নারী ভক্তরা দশমী বিহিত পূজায় অংশ নেন এবং দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন। সাধারণত এই অনুষ্ঠানে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করেন এবং তা কৌটায় রেখে সারা বছর ব্যবহার করেন। এ সময় তারা একে অপরের কপাল ও চিবুকে দেবীর চরণ স্পর্শ করা সিঁদুর লাগিয়ে দেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে, গত বছরের চেয়ে এ বছর আনন্দ, শান্তিতে পূজা উদযাপন হয়েছে।

রাজধানীর ১০টি ঘাটে বিসর্জন হচ্ছে দুর্গাপূজার ২৫৪টি মণ্ডপের প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবির ৭ হাজার সদস্য। আর বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে টহল দিচ্ছে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

শাস্ত্রীয় মতে, ২০২৫ সালে মা দুর্গা হাতির পিঠে চড়ে মর্ত্যে আগমন করেছেন এবং দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন। দেবীর আগমন হাতির পিঠে হলে তা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়, যা বসুন্ধরাকে শস্য-শ্যামলা ও সমৃদ্ধ করে তোলে।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মানুষ তরুণ নেতৃত্ব হিসেবে আমাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছেন: রাশেদ খাঁন Oct 02, 2025
img
এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই মান্নার, সারজিসের কৃতজ্ঞতা জ্ঞাপন Oct 02, 2025
img
ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই : জামায়াত আমির Oct 02, 2025
img
‘হোমবাউন্ড’-এ জাহ্নবীর অভিনয়ে মুগ্ধ কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেসি Oct 02, 2025
img
‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে ফের বিক্ষোভ, নগরে ব্লকেড Oct 02, 2025
img

সুমুদ ফ্লোটিলা

শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না, সাহসী বার্তা পাঠালেন রিমা হাসান Oct 02, 2025
img
রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ Oct 02, 2025
img
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 02, 2025
img
প্রবাসীদের ভোটের জন্য নভেম্বরে চালু হচ্ছে বিশেষ অ্যাপ : ইসি সানাউল্লাহ Oct 02, 2025
img
নেতানিয়াহু’র দেশের কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া Oct 02, 2025
img
ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী Oct 02, 2025
দুর্গাপূজার মাঝেই সোনম কাপুরের আনন্দের মুহূর্ত! Oct 02, 2025
রাজনৈতিক সমীকরণে চাপে পড়ে সরে দাঁড়ালেন তামিম Oct 02, 2025
img
অভিনয় জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন সামান্থা! Oct 02, 2025
img
পর্তুগালে প্রথমবার প্রতিমা স্থাপন করে দুর্গাপূজা উদযাপন Oct 02, 2025
আফগানিস্তান সিরিজে জয় পেলে আত্মবিশ্বাস ফিরবে বাংলাদেশে Oct 02, 2025
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এনসিপির ব্রিফিং বয়কট Oct 02, 2025
img
গাজামুখী ফ্লোটিলার কোনো নৌযান অবরোধ ভাঙতে পারেনি, দাবি ইসরায়েলের Oct 02, 2025
রাস্তার গর্তে থমকে যাচ্ছে ঢাকা শহর; সাধারণ মানুষ কি বলছেন? Oct 02, 2025
প্রতিমা বিসর্জন পরিস্থিতি দেখতে এসে যা বললেন ডিএমপি কমিশনার Oct 02, 2025