শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্রসচিব ড. নাসিমুল গনিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেএন/টিএ