বিমানবন্দরের ঘটনায় এনসিপির দুঃখ প্রকাশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন নেতারা।
 
এতে বলা হয়, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ‘বাংলা বসন্ত’ চলছে। এরই ধারাবাহিকতায় আফ্রিকার কয়েকটি দেশেও আমরা জেন-জিদের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠতে দেখছি। এ ঘটনাগুলো বৈশ্বিক রাজনীতিতেই নতুন বার্তা বহন করছে।
 
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিলেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জিদের রাজনৈতিক উত্থান, দেশ-কাল-পাত্রভেদে তাদের নয়া রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বন্দোবস্ত সম্পর্কে মতবিনিময় করেছেন। ‘বাংলা বসন্তের’ নেতা হিসেবে নিজেদের চিন্তাগুলো বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন।

বৃহস্পতিবার সকালে তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশিপের এ জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই সংবাদ সম্মেলনে তুলে ধরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এনসিপির নেতাকর্মীদের নামে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।
 
এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, এরইমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের নামে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের সহযাত্রী। ফলে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাঝে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরো সতর্ক হবে ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে সার্বক্ষণিকভাবে পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় দলটি।
 
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা।

সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বিমানবন্দরের গেটে বিএনপির এক নেতা ব্রিফিং করছিলেন। সে সময় উপস্থিত এনসিপি নেতাকর্মীরা উচ্চৈস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন। কিন্তু এনসিপি নেতাকর্মীরা তাদের লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান তারা।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাতের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা Oct 02, 2025
img
টুইটারে ভুয়া একাউন্টের মিথ্যা পোস্টে বিপাকে অভিনেত্রী কায়াদু লোহর Oct 02, 2025
img
শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি-রাজনৈতিক বাধা নেই : এনসিপি Oct 02, 2025
img
মানুষ তরুণ নেতৃত্ব হিসেবে আমাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছেন: রাশেদ খাঁন Oct 02, 2025
img
এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই মান্নার, সারজিসের কৃতজ্ঞতা জ্ঞাপন Oct 02, 2025
img
ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই : জামায়াত আমির Oct 02, 2025
img
‘হোমবাউন্ড’-এ জাহ্নবীর অভিনয়ে মুগ্ধ কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেসি Oct 02, 2025
img
‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে ফের বিক্ষোভ, নগরে ব্লকেড Oct 02, 2025
img

সুমুদ ফ্লোটিলা

শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না, সাহসী বার্তা পাঠালেন রিমা হাসান Oct 02, 2025
img
রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ Oct 02, 2025
img
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 02, 2025
img
প্রবাসীদের ভোটের জন্য নভেম্বরে চালু হচ্ছে বিশেষ অ্যাপ : ইসি সানাউল্লাহ Oct 02, 2025
img
নেতানিয়াহু’র দেশের কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া Oct 02, 2025
img
ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী Oct 02, 2025
দুর্গাপূজার মাঝেই সোনম কাপুরের আনন্দের মুহূর্ত! Oct 02, 2025
রাজনৈতিক সমীকরণে চাপে পড়ে সরে দাঁড়ালেন তামিম Oct 02, 2025
img
অভিনয় জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন সামান্থা! Oct 02, 2025
img
পর্তুগালে প্রথমবার প্রতিমা স্থাপন করে দুর্গাপূজা উদযাপন Oct 02, 2025
আফগানিস্তান সিরিজে জয় পেলে আত্মবিশ্বাস ফিরবে বাংলাদেশে Oct 02, 2025
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এনসিপির ব্রিফিং বয়কট Oct 02, 2025