পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ একটি বগির চাকার কাছে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ চাকার কাছে আগুন ধরে এবং ধোঁয়া উঠতে থাকে।
পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করে। পরে ত্রুটিযুক্ত বগি রেখে, রাতে ৭টার দিকে প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।
মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। দ্রুতগতিতে চালালে একটি বগিতে আগুন ধরে যায়।
পরবর্তীতে ত্রুটিযুক্ত বগিটি রেখে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।
আইকে/টিএ