প্রতি বছরের মতো এই বারেও বড় করে দুর্গাপূজার আয়োজন করেছিল মুখোপাধ্যায় পরিবার। পূজার চার দিনই মণ্ডপে প্রায় সারাক্ষণ দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়, কাজল-সহ বলিউডের অনেক তারকাকে। উপস্থিত হয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া ভট্ট, বিপাশা বসু, অজয় দেবগনসহ অনেকে। কিন্তু সবার মনে একই প্রশ্ন, এই পূজায় কেন দেখা যায়নি রানির স্বামী আদিত্য চোপড়া এবং মেয়ে আদিরা চোপড়াকে?
জন্মের পর থেকেই মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন রানি। কখনও কোনো ছবিই প্রকাশ্যে আসেনি। দুর্গাপূজার সময়ও মেয়েকে দেখা যায়নি মায়ের সঙ্গে। এ দিকে কাজল তার দুই সন্তানকে নিয়েই পূজার চারটি দিন খুব আনন্দে কাটান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি বলেন, আমি এবং আদিত্য দু’জনের কেউই চাই না অহেতুক সবার আকর্ষণের কারণ হোক আদিরা। নিজের দক্ষতায় ওকে পরিচিতি অর্জন করে নিতে হবে। শুধু মা, বাবার পরিচিতিতে সবসময় সেরাটা পাক, তা আমরা কেউ চাই না। তাই কোনো সময়েই ক্যামেরার সামনে আনতে রাজি নই। এটা আমার এবং আদিত্যের যৌথ সিদ্ধান্ত। দুর্গাপূজা স্বামী এবং মেয়েকে ছাড়াই রানিকে বাকি আত্মীয়দের সঙ্গে আনন্দ করতে দেখা যায়।
এসএস/এসএন