দক্ষিণের জনপ্রিয় নায়ক রাম চরণের বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ‘পেড্ডি’ ঘিরে আগ্রহ দিন দিন বাড়ছে। ছবিটি নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রাম চরণের প্রশংসায় ভাসিয়েছেন।
জাহ্নবী বলেন, রাম চরণ অত্যন্ত ভদ্র ও বাস্তবধর্মী মানুষ। তার ভেতরে কোনো তারকাসুলভ আচরণ নেই। তিনি সবার সঙ্গে সমান সম্মান দিয়ে মিশেন এবং তার অভিনয় অসাধারণ। সহশিল্পীর প্রতি এই অকপট প্রশংসা ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
শুধু রাম চরণই নয়, পরিচালক বুচি বাবু সানার কাজ নিয়েও প্রশংসা করেছেন জাহ্নবী। তিনি বলেন, তার আগের ছবি ‘উপ্পেনা’ ছিল দারুণ। এবারও তিনি প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে নির্মাণ করছেন। গল্পও চমৎকার, যা তাকে বিশ্বাসী করেছে যে ‘পেড্ডি’ একদিন আইকনিক ছবির তালিকায় স্থান করে নেবে।
হায়দরাবাদে ছবিটির শুটিং চলছে জমকালো আয়োজনে। প্রযোজক ভেঙ্কটা সতীশ কিলারুর তত্ত্বাবধানে নির্মিত এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান। ফলে তারকাবহুল এই প্রজেক্ট ঘিরে দর্শকের প্রত্যাশা তুঙ্গে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের ২৭ মার্চ প্যান-ইন্ডিয়া আঙ্গিকে মুক্তি পাবে ‘পেড্ডি’। রাম চরণ, জাহ্নবী কাপুর, বুচি বাবু সানা ও এ আর রহমান—এই সমন্বয়েই ছবিটি ইতিমধ্যেই দশকের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হিসেবে আলোচনায় উঠে এসেছে।
এমকে/এসএন