দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছেন ইমরান হাশমি তার সেই পরিচিত রহস্যময় ও গম্ভীর রূপে। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন ২’-এর শুটিং, স্থান থাইল্যান্ডের ব্যাংকক। ছবির পরিচালনায় আছেন নীতিন কাক্কর, আর ইমরানের বিপরীতে এবার আছেন দিশা পাটানি।
প্রথম ধাপেই নির্ধারণ করা হয়েছে টানা চল্লিশ দিনের ব্যাংকক শিডিউল। এই সময়ের মধ্যে জমকালো গান ও উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্যের চিত্রায়ণ হবে। এরপর প্রযোজনা দল কাজ করবে মুম্বাইতে।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’-এর সেখান থেকেই গল্পের নতুন অধ্যায় শুরু হবে। শিভামের (ইমরান) হারানো প্রেম ফিরে পাওয়ার স্বপ্ন এবার তাকে টেনে নেবে এক নতুন অভিযানে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দিশা।
ইমরানকে এবার দেখা যাবে আরো পরিণত, আবেগঘন শিভাম চরিত্রে। তাকে ঘিরে থাকবে নতুন স্টাইল, চিকন গড়ন ও ফ্রেঞ্চ দাড়ির লুকে। অন্যদিকে দিশা পাটানি কঠোর প্রশিক্ষণ নিয়েছেন অ্যাকশন দৃশ্যের জন্য। ফলে তাকে ঘিরে দর্শকের আগ্রহও বাড়ছে।
ব্যাংককের ব্যস্ত নগরীর বাস্তব লোকেশনগুলোতেই হচ্ছে শুটিং। তাই ছবির কোনো দৃশ্য ফাঁস না হয়, সে জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। প্রযোজকরা চাইছেন ছবির প্রতিটি আপডেট নিয়ে দর্শকের কৌতূহল অটুট রাখতে।
নস্টালজিয়া আর নতুন গল্পের সমন্বয়ে ‘আওয়ারাপন ২’ ইতিমধ্যেই বলিউডে অন্যতম আলোচিত সিক্যুয়েল হিসেবে ধরা দিচ্ছে।
এমকে/এসএন