চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানকে (শাহীন) আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে হাতে আটক হন তিনি।
ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহীন। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শাহীন।
পুলিশ জানায়, যুবলীগের এই নেতা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আজ শুক্রবার সকালে আগের একটি মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এসএস/এসএন