উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুজন দুই ধরনের মানুষ বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার দাবি, আসিফ মাহমুদ লোভী, অন্যদিকে মাহফুজ আলম হিপোক্রেট না।
সম্প্রতি সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলায় ‘কথার পিঠে কথা’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মাসুদ কামাল।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি মাহফুজ আলম এক অনুষ্ঠানে বলেছেন, ‘গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব আমি জানি না।’ তার এই বক্তব্য তুলে ধরে মোস্তফা ফিরোজ সাংবাদিক মাসুদ কামালের কাছে প্রশ্ন করেন, সেদিন মাহফুজ আলম বললেন দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি। কেন এই অনিশ্চয়তা? আসিফ মাহমুদের মধ্যে তো এই অনিশ্চয়তা দেখি না।
তাহলে মাহফুজের মধ্যে কেন?
এই প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, ‘আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুজন দুই ধরনের মানুষ। আসিফ আমাদের ট্রেডিশনাল পলিটিশিয়ানদের একটা চূড়ান্ত ক্যারেক্টার। তার মধ্যে ক্ষমতা, দাপট, সম্পদের লোভ আছে। আর মাহফুজ আলমের একটা জিনিস আছে, তিনি হিপোক্রেট না। তিনি যেটা বলেন সেটা বিশ্বাস থেকে বলেন। তিনি অনেক কিছু পারেন না।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার ব্যাপারে ও নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই প্রসঙ্গ তুলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা? এমন প্রশ্ন করেন মোস্তফা ফিরোজ।
এর উত্তরে মাসুদ কামাল বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এটা সময় বলে দেবে। কিন্তু এই সরকারের সবাই মিলে চায় না যে আগামী নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকুক। এটা স্পষ্ট।’
প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে কথার মারপ্যাঁচে কিছু কথা বলেছেন। কিন্তু তিনি একবারের জন্য বলেননি যে নৌকা মার্কা থাকবে। বরং তিনি স্পষ্ট করেই বলেছেন যে, ব্যালট পেপারে নৌকা মার্কা থাকছে না।’
কেএন/টিকে