জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে মৌলিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ লক্ষ্যে ইতোমধ্যে জুলাই জাতীয় সনদের প্রণয়ন করতে যাচ্ছেন। তবে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার (৩ অক্টোবর) কক্সবাজারের মহেশখালী ও শাপলাপুর ইউনিয়ন জামায়াতের তৃণমূল নেতাদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহেশখালী কুতুবদিয়ার উন্নয়ন প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের দুটি উপজেলা অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এখানে পর্যটন শিল্পের জন্য বিশাল সমুদ্রসৈকত, লবণ, চিংড়ি, পানসহ অনেক প্রাকৃতিক গ্যাস, মৎস্য, ইউরেনিয়ামের মতো মূল্যবান সম্পদ রয়েছে, যা নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ সম্ভাবনাকে বিকশিত করার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ মাস্টার প্লান বাস্তবায়ন হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। কোনো মানুষ বেকার থাকবে না। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ মাস্টার প্লান বাস্তবায়ন করে মহেশখালী-কুতুবদিয়াকে বিশ্বের কাছে তুলে ধরতে পারলে আমাদের দ্বীপ দুটি সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে।

হামিদুর রহমান আযাদ বলেন, আমার ঘরে খাবারের আয়োজন চলবে আর পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে? তা কখনো হতে দেওয়া হবে না। তিনি গভীর সমুদ্র বন্দরে নিয়োজিত শ্রমিকের ৫০ ভাগ শ্রমিক স্থানীয়ভাবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ড. হামিদুর রহমান আযাদ ২০২৬ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী নির্বাচনই নির্ধারণ করবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আবার নতুন ফ্যাসিবাদের পুরুত্থান হবে। আগামী নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ ৫৪ বছরের ব্যর্থ রাজনীতির পথে হাঁটবে না নতুন ধারায় ক্ষুধা, দরিদ্রমুক্ত, চাঁদাবাজ, দখল বাণিজ্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। সব কিছু নির্ভর করবে আপনার আমার সুচিন্তিত সিদ্ধান্তের উপর। তাই ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সোহেল, শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাস্টার শামিম ইকবাল, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাস্টার আনসারুল্লাহ হেলালী, নুরুল আমিন শান্তসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Oct 03, 2025
img
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু Oct 03, 2025
img
এবার ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত Oct 03, 2025
img
থাইল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন জুবাইদা থাইসেত Oct 03, 2025
img
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত Oct 03, 2025
img
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেলযোগাযোগ চালু হবে : রেল সচিব Oct 03, 2025
img
নাসুম-শরিফুলের দাপটে ১৫০ রানের আগেই থামল আফগানিস্তান Oct 03, 2025
img
আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা Oct 03, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে ১০ উইকেটের বড় জয় ইংল্যান্ডের Oct 03, 2025
img
রোহিত-কোহলিকে নিয়ে শনিবার আসতে পারে ঘোষণা Oct 03, 2025
img
হাসিনাকে ঠেকাতে তফসিল ঘোষণার পর দুটি অ্যাপ বন্ধ করে দিবে সরকার : গোলাম মাওলা রনি Oct 03, 2025
img
ফের চোটে ছিটকে গেলেন লামিনে ইয়ামাল Oct 03, 2025
img

প্রশ্ন আফতাবের

১৫ বছরে কিছুই করতে না পারা ব্যক্তিরা এখনও বিসিবিতে কীভাবে? Oct 03, 2025
img
অপপ্রচারের শিকার ইসলামী আন্দোলন বাংলাদেশ: চরমোনাই পীর Oct 03, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন বার্সেলোনা কোচ Oct 03, 2025
img
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ Oct 03, 2025
img
আবারও হ্যাকড ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ Oct 03, 2025
img
গণভবনকে কেন জাদুঘরে ‍রূপান্তর, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিবের ব্যাখ্যা Oct 03, 2025
img
'ওয়ার ২' বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য পেল না, প্রথমবার মুখ খুললেন হৃত্বিক Oct 03, 2025
img

ইউজিসি-ইউনেস্কোর উদ্যোগ

২২ বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী পাবেন মানসিক স্বাস্থ্যসেবা Oct 03, 2025