রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম (৩৭), বাদশা (২৭), স্বাধীন (২৩), আলাউদ্দিন (৪৬), শিপন (২৭), রাসেল (২৪), সম্রাট (২৬), মিরাজ ইকবাল প্রিন্স (২৬), ফজলে রাব্বি রিফাত (২০), শাহ আলম (৩০), সিয়াম (২০), ফারুক (৩৫), সাজ্জাদ (৩০) ও সুমন (২৪)।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- একটি ওয়াকি-টকি ও দুইটি চার্জার, একটি পিস্তল ও দুইটি ম্যাগাজিন, একটি পিস্তল হোলস্টার, একটি প্রাইভেট কার, দুইটি মোবাইল ফোন, একটি লোহার স্টিক, দুইটি আইডি কার্ড, ইস্টার্ন ব্যাংকের একটি ভিসা সিগনেচার কার্ড, ২১ পিস ইয়াবা (ওজন ২ গ্রাম), ৬৬ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে এনএসআই পরিচয়দানকারী প্রতারক জাহিদুল ইসলামসহ নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও নানা অপরাধে জড়িত অন্যান্যরা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কেএন/টিকে