নোয়াখালী জেলাকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও এক ঘণ্টা ব্লকেড কর্মসূচি করা হয়ে হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) জুমা নামাজ পরে জেলা জামে মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে ব্লকেড কর্মসূচি পালন করে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন, হেফাজত ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জাস্টিস ফর জুলাইয়ের সদস্য সচিব ইয়াসির আরাফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত ও সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষারসহ হাজার হাজার আন্দোলনকারী।