সম্প্রতি জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকায় এক বক্তৃতায় ভারতের বিরুদ্ধে ‘গাজওয়াতুল হিন্দ’ নামের ধর্মযুদ্ধ করার কথা বলেন। রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, জামায়াতের নায়েবে আমির বক্তৃতায় এমন কিছু কথা বলেছেন, যার মাধ্যমে জামায়াত নিজেরাই ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, ভারত তা সহজেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, এই বক্তব্যে মোহাম্মদ তাহের ভারতকে সরাসরি হুমকি দেন।
অথচ আগে তিনি ভারতের সঙ্গে নরম সুরে কথা বলেছিলেন। এখন আবার এমন কথায় জিহাদি ভাবমূর্তি দেখাচ্ছেন, কিন্তু এতে ভারতেরই লাভ হচ্ছে। কারণ ভারত এসব কথাকে কাজে লাগিয়ে বলবে, বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে। এতে করে ভারতের বিজেপি সরকার ভারতের মুসলিমদের ওপর দমন-পীড়নের নতুন অজুহাত পাবে।
তিনি আরো বলেন, মোহাম্মদ তাহের বা জামায়াত কেউই এখনো এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেয়নি; মানে তারা এর দায় নিচ্ছে। এটা বিপজ্জনক।
তিনি বলেন, জামায়াত যতই বাংলাদেশে শক্তি অর্জন করবে, ভারতের বিজেপিও ততই শক্তিশালী হবে। বিজেপি আর জামায়াতে ইসলামী একজন আরেকজনের পরিপূরক।
তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, এমন কোনো কথা বা কাজ করা যাবে না, যা ভারতকে আমাদের বিরুদ্ধে কাজ করার সুযোগ করে দেয়।
পিএ/টিএ