আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির খুব সন্নিকটে : ট্রাম্প

ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী গাজার নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এই প্রস্তাবটি তৈরিতে সহযোগিতা এবং সমর্থনের জন্য আরব বিশ্বের দেশগুলোকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।


শনিবার এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেছেন, “কাতার, তুরস্ক, সৌদি আরব, মিসর, ওমানসহ আরো অনেক দেশ— যারা এটি (গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব) তৈরিতে আমাকে সহযোগিতা করেছেন এবং সমর্থন দিয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। অনেক পরিশ্রম, অনেক লড়াই তাদের করতে হয়েছে।”


“আজ একটি অসাধারণ দিন। আজ থেকে আমরা প্রস্তাবটি বাস্তবায়নের প্রক্রিয়া দেখব। বিশেষভাবে বলতে গেলে, আমি ইসরায়েলি জিম্মিদের জন্য পথ চেয়ে আছি। তারা বাড়ি ফিরে আসবেন, পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গেছেন, তা খুবই দুর্ভাগ্যজনক এবং আমি জানি যে তারা এবং তাদের পরিবারের সদস্যরা পরস্পরের কাছে যাওয়ার জন্য আকুল হয়ে আছেন।


“তো, আমি আপনাদের শুধু বলতে চাই যে আজ খুবই বিশেষ একটি দিন। বিভিন্ন কারণেই এ দিনটি অভূতপূর্ব! যারা সহযোগিতা করেছেন, সেইসব মহান দেশকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। প্রত্যেকের ব্যাপক সহযোগিতা ও সমর্থনের কারণেই আজকের এ দিনটি এসেছে। যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ ছিলেন। আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব কাছাকাছি আছি। সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে ন্যায়বিচার করা হবে।”


গত সপ্তাহে গাজায় যুদ্ধের অবসানের জন্য ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি পরিকল্পনা হাজির করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিকল্পনাটি প্রকাশের পরপরই তাতে সম্মতি দেন নেতানিয়াহু; কিন্তু গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখনও সাড়া দেয়নি।


গতকাল শুক্রবার হামাসকে আল্টিমেটাম দেন ট্রাম্প। তিনি বলেন, যদি রোববারের মধ্যে হামাস সাড়া না দেয়, তাহলে ‘নরক’ নেমে আসবে গোষ্ঠীটির ওপর। এই আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানায়, ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তিপ্রদান এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি আছে গোষ্ঠীটি।


হামাস সম্মতি দেওয়ার পর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই আহ্বান জানানোর কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণমাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসরায়েল।


আইকে/টিএ 

Share this news on:

সর্বশেষ

আবুধাবিতে লটারি জিতে কোটিপতি হলেন বাংলাদেশি Oct 04, 2025
ভাষা সৈনিককে স্মরণ করে যা বললেন সাইফুল হক Oct 04, 2025
img
কানাকাভাথি চরিত্রে রুক্মিণীর চমক Oct 04, 2025
img
রোহিত-কোহলিকে নিয়ে ঘোষিত হলো ভারতের ওয়ানডে দল Oct 04, 2025
img
বলিউড বিতর্কে জাহ্নবীর সৎ মনোভাব Oct 04, 2025
ফিলিস্তিনি গোষ্ঠীর জন্য ট্রাম্পের কঠোর বার্তা Oct 04, 2025
রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা বাগদান সম্পন্ন Oct 04, 2025
img
ব্রুনাইয়ে বাংলাদেশির সাড়ে সাত বছর কারাদণ্ড Oct 04, 2025
img
কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম Oct 04, 2025
img
জাল ভোটের চেষ্টা, বিএনপির সেই নেতা বহিষ্কার Oct 04, 2025
img
ফের মুম্বাই বিমানবন্দরে মুখোমুখি দুই প্রাক্তন! Oct 04, 2025
img
বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় নারী ফিফা রেফারি তহুরা Oct 04, 2025
img
অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত, নতুন অধিনায়ক গিল Oct 04, 2025
img
সাতক্ষীরায় কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, সব কার্যক্রম বন্ধ Oct 04, 2025
img
পিআরের দাবি জানানো অনেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে : সালাহউদ্দিন Oct 04, 2025
img
ইতিহাসে প্রথমবার, এক ওভারের ৬ বলেই বাউন্ডারি Oct 04, 2025
img
আমি আমার মেয়েদের সঙ্গে আরও বেশি দিন বাঁচতে চাই: তিন্নি Oct 04, 2025
img
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির খুব সন্নিকটে : ট্রাম্প Oct 04, 2025
img
ভারতকে ট্রফি না দিয়ে গোল্ড মেডেল পাচ্ছেন নাকভি Oct 04, 2025
img
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় খেলাফত মজলিস Oct 04, 2025