ভারতে প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী ৮ ও ৯ অক্টোবর দুদিনের সফরে ভারতে যাচ্ছেন তিনি। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ব্রিটেনের প্রধান কিয়ার স্টারমার প্রথম সরকারি সফরে ভারতে আসছেন। আগামী ৮ ও ৯ অক্টোবর ভারত সফর করবেন তিনি।
গত জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করে। এর মাধ্যমে তৈরি পোশাক থেকে মদ এবং গাড়িসহ বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক হ্রাস ও ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির ব্যবস্থা করা হয়।
প্রায় তিন বছর ধরে ধাপে ধাপে চলা আলোচনা চলতি বছরের মে মাসে শেষ হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ ঘিরে দেশটির সঙ্গে ব্যাপক টানাপড়েন তৈরি হয়েছে নয়াদিল্লির। এই সংকটের মাঝেই যুক্তরাজ্যের সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়।
৮ অক্টোবর দিল্লিতে পৌঁছানোর পর আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুম্বাই সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি ভারত-যুক্তরাজ্য কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ১০ বছর মেয়াদী ‘ভিশন ২০৩৫’ রোডম্যাপের আলোকে দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের মাঝে সম্পর্ক জোরদার করার কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।
এছাড়া তারা ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির (সিইটিএ) সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসায়ী ও শিল্পখাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হবে।
পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ আসরেও যোগ দেবেন এবং মূল বক্তব্য দেবেন।
টিজে/টিকে