ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নতুন করে সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি কার্যকরে হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এতে কোনো বিলম্ব তিনি সহ্য করবেন না। এছাড়া গাজায় অস্থায়ীভাবে হামলা বন্ধ করায় ইসরায়েলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। যদিও ইসরায়েলের হামলায় আজও ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ট্রুথে ট্রাম্প লিখেছেন, “জিম্মি ও শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে গাজায় সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে ইসরায়েল, এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হামাসকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। নয়ত সব চেষ্টা ব্যর্থ হবে। আমি কোনো বিলম্ব সহ্য করব না, যা অনেকেই হবে বলে মনে করছেন। অথবা গাজা আবারও হুমকির কারণ হয়ে উঠবে এমন কোনো কিছুও মানব না। চলুন চুক্তির কাজটি দ্রুত শেষ করি। সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করা হবে।”
গত সোমবার ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিলে ২০ দফার যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব ঘোষণা করেন। গতকাল রাতে এর জবাব দেয় হামাস। তারা শর্তসাপেক্ষে ট্রাম্পের প্রস্তাব মানার কথা জানায়। এরপর ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে জানান, হামাস শান্তি চায়। এছাড়া তিনি গাজায় ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দেন। তা সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন কয়েক ডজন মানুষ।
টিজে/টিকে