এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৪ অক্টোবর) নিজ উপজেলা আটোয়ারীতে উপজেলা এনসিপির কার্যালয়ে উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

জানা গেছে, সারজিসের আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেন মসজিদ, মন্দির, ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা। পরে চলতি অর্থবছরে ১ম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে। সেই বরাদ্দকৃত মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

এ সময় সারজিস বলেন, কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবেন না। একটা ১ কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক এটার আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধাভোগ করবে৷ এই জন্য আমরা (এনসিপি) যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলোও প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব। আমাদের আটোয়ারী উপজেলা আর পিছিয়ে থাকবে না৷ এই জায়গাটা হিংসার নয়, বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার। তাই আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এতবড় সম্মান দিবেন। বা এতসব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি। এরচেয়ে বেশি আমি আর কিছু আশা করি না। এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দ্বায়িত্বটা ন্যায় ও সৎভাবে আমানতটা রক্ষা করা। আমার একমাত্র লক্ষ এটাই। তারপরও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দিব।

সারজিস বলেন, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এমন মানুষকে দরকার, যে ব্যাক্তি কোনোদিন মনে করবে না যে-কোনো বাজেটের কত টাকা মেরে দিয়ে কোথায় জমি কিনব আর কোথায় বাড়ি করব। যেই মানুষ এমন চিন্তা করবে না আগামীতে এমন মানুষ সাপোর্ট দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আটোয়ারীর মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলন করতে যদি কোনো অফিসে এক টাকা ঘুষ দিতে হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এবং টাকা উত্তোলন করার পর যদি কোনো মসজিদ, মন্দির বা ঈদগাহ ময়দানের সভাপতি/সেক্রেটারির বিরুদ্ধে টাকা মেরে খাওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদেরও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

আলোচনা সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পঞ্চগড় জেলা পরিষদ থেকে আটোয়ারী উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কারের বরাদ্দকৃত তালিকা পড়ে শুনান সারজিস।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তীর মৃত্যুতে সিপিবির শোক Oct 05, 2025
img
বিশ্বরেকর্ড গড়ে সাউদিকে ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ Oct 05, 2025
img
কী হবে জানি না, গাজার দিকে যাচ্ছি: শহিদুল আলম Oct 05, 2025
img
গোলাম আযম-নিজামীর পর টানা তৃতীয়বার আমির হচ্ছেন ডা. শফিকুর রহমান! Oct 05, 2025
img
নেত্রকোনায় হেফাজতে ইসলামের কাউন্সিলে হট্টগোল, পরে স্থগিত Oct 05, 2025
img
‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, হুঁশিয়ারি পাকিস্তানের Oct 05, 2025
img
মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ১০ Oct 05, 2025
img
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে ২৬.৬২ শতাংশ Oct 05, 2025
img
মাউন্ট ও সেসকোর গোলে জয়ে ফিরল ইউনাইটেড Oct 05, 2025
img
বিসিবির সাড়া না পেয়ে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব নিলেন উড Oct 05, 2025
img
ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিয়ে আর্সেনালের দুর্দান্ত জয় Oct 05, 2025
img
দেশে মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পান : মাসুদ কামাল Oct 05, 2025
img
হত্যাচেষ্টার পরও খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে গেছেন : আবুল খায়ের Oct 05, 2025
img
দেশজুড়ে জাকের পার্টির জনসভা ও র‍্যালি Oct 05, 2025
img
এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস Oct 05, 2025
img
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের Oct 05, 2025
img
জাতি উলামায়ে কেরামের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য চায়: ডা. শফিকুর রহমান Oct 05, 2025
img
বেঁচে থাকলে ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর Oct 05, 2025
img
তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ‘ক্রিটিক্যাল’ Oct 05, 2025
img
পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের Oct 05, 2025