খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে হত্যাচেষ্টা করেছে তবুও তিনি শেখ হাসিনার সাথে আপোষ না করে দেশ, দেশের মানুষ ও গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জেল-জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। তারা বাড়িতে থাকতে পারেনি। খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছে। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে জোর করে বের করে দিয়েছে। তার সন্তান আরাফাত রহমান কোকো নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। আরেক ছেলে তারেক রমহান দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন।
তিনি আরো বলেন, একদল গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের ভুল বুঝায়। মিথ্যা তথ্য প্রচার করে। ক্ষমতা পাওয়ার জন্য এমন কোন কাজ নাই, বর্তমানে তারা করে না। ওরা মহিলাদের বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। ধানের শীষের নামে বদনাম করে। এসব বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। টিম করে, বাড়ি-বাড়ি যেতে হবে। মা-বোনদের বুঝাতে হবে দেশ নিয়ে তারেক রহমানের আগামীর পরিকল্পনা ৩১ দফা তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে মহিলাদের সমর্থন বৃদ্ধি করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান ছুট্টো, ফজলে রাব্বি এলাহী জহিন, হাসিনা শওকত, শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন ও ইউছুপ আলী প্রমুখ।
ইউটি/টিএ