আর্জেন্টিনার সাফল্যের দিনে ব্যর্থতার গল্প লিখলো ব্রাজিলের যুবারা। গ্রুপপর্বের সব কটি ম্যাচ জিতে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলো মেসির উত্তরসূরিরা। অন্যদিকে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিলো সেলেসাওরা।
রোববার (৫ অক্টোবর) ভোরে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন্স হয়ে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে আর্জেন্টিনা। একই দিন স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে ব্রাজিল।
কিউবা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে অবশ্য আগেই পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচেও কোনো ঝুঁকি নেয়নি তারা। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ছিল তাদের। ইতালির বিপক্ষে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় তারা। যদিও লক্ষ্যে রাখতে ব্যর্থই ছিল তারা। মাত্র ১টি শট ছিল লক্ষ্যে। পুরো ম্যাচে তাদের একমাত্র সাফল্যটি আসে ৭৪তম মিনিটে। আনদ্রাদার থেকে বল পেয়ে গোল আদায় করে নেন ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো। এই এক গোলেই পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নেয় তারা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পা রাখে পরের পর্বে।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে জয়শূন্য থাকলেও শেষ ষোলোতে পা রাখার সুযোগ ছিল ব্রাজিলের সামনে। স্পেনের বিপক্ষে তাদের লড়াইটা ছিল বাঁচা-মরার। ছয়টি গ্রুপ থেকে সেরা দুই দলের পাশাপাশি, তৃতীয় সেরা চারটি দলও পেতো পরের পর্বের টিকিট। মেক্সিকোর বিপক্ষে ড্রয়ের পর মরক্কোর কাছে হারা সেলেসাওরা শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জিততে পারলে সে সুযোগ লুফে নিতে পারতো। এদিন অবশ্য লড়াইটাও কম করেনি তারা। কিন্তু ভাগ্য সহায়নি হয়নি তাদের।
অষ্টম মিনিটেই দারুণ এক গোলের দেখা পেতে পারতো সেলেসাওরা। ডানপ্রান্ত থেকে সতীর্থের বাঁড়ানো ক্রস বক্সে পেয়ে ভলি শট নিয়েছিলেন জোয়াও ক্রুজ। কিন্তু সেটি বারের উপরের অংশে লেগে দিক পরিবর্তন করে নেয়। অন্যদিকে একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়া স্পেনকে গোলবারে রুখে যাচ্ছিলেন গোলরক্ষক রেজেন্দে কস্তা। কিন্তু ৪৭তম মিনিটে জাল অক্ষত রাখতে ব্যর্থ হন তিনি। পাবলো গার্সিয়ার পাস বক্সে পেয়ে এক ডিফেন্ডার ও কস্তাকে পরাস্ত করে স্পেনকে গোল এনে দেন ইকার ব্রাভো। পিছিয়ে পড়ে লড়াইয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে তাদের নেয়া শট বারবার রুখে দিয়ে হতাশ করেন স্পেন গোলরক্ষক ফ্রান গঞ্জালেজ।
তাতে ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলোর টিকিট হাতে পায় স্পেনের যুবারা। আর ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নেয় সেলেসাও যুবারা।
এসএস/টিকে