মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
গতকাল ডিসি ঘাট থেকে চরমোনাই পর্যন্ত অনুষ্ঠিত শোভাযাত্রাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান চলবে।
এ সময়টা ইলিশ প্রজনন মৌসুম। ডিমওয়ালা ইলিশ গভীর সমুদ্র থেকে মোহনায় চলে আসে। একটি ইলিশ ১৫-২৫ লাখ পর্যন্ত ডিম দেয়। গত বছরের তুলনায় এবার টহল জোরদার করা হবে।’