সম্মানিত অভিনেত্রী ও নির্মাতা কঙ্কনা সেন শর্মা আবারও ফিরে আসছেন পরিচালনায়। ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ এবং ‘লাস্ট স্টোরিজ টু’-এর পর এবার তিনি হাতে নিচ্ছেন নতুন এক সিরিজের দায়িত্ব, যা নির্মিত হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য। দক্ষিণ দিল্লিকে কেন্দ্র করে গড়ে উঠবে এই হালকা-ধাঁচের কৌতুকনির্ভর নাট্যধর্মী সিরিজটি, যেখানে থাকবে শহুরে জীবন, সম্পর্ক আর রোমান্সের নানান দিকের সূক্ষ্ম পর্যবেক্ষণ।
প্রকল্পটি কঙ্কনার সঙ্গে যৌথভাবে পরিচালনা করবেন জয়দীপ সরকার, যিনি ‘ফিলস লাইক ইশ্ক’ ও ‘রেইনবো রিষ্টা’ নির্মাণের মাধ্যমে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বর্তমানে চলছে অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ, আর শুটিং শুরু হবে ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের প্রথম দিকে, সংশ্লিষ্ট অভিনেতাদের সময়সূচি অনুযায়ী।
অভিনয়ে ব্যস্ত সময় কাটানোর পর এবার পুরোপুরি পরিচালনায় মনোযোগ দিচ্ছেন কঙ্কনা। সম্প্রতি শেষ করেছেন অনুরাগ বসুর ‘মেট্রো... ইন দিনো’ ছবির কাজ এবং আগামী ১০ অক্টোবর জিও হটস্টারে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘সার্চ: দ্য নাইনা মার্ডার কেস’। এসব কাজ শেষ করেই নতুন এই সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এটি হবে কঙ্কনার সঙ্গে অ্যামাজন প্রাইম ভিডিওর দ্বিতীয় সহযোগিতা। এর আগে ‘মুম্বাই ডায়রিজ’-এ তার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছিল। এবারের সিরিজে তিনি ফিরছেন তার স্বকীয় রসবোধ, নরম আলোকছায়া আর বাস্তব জীবনের গল্প বলার ভঙ্গি নিয়ে।
দর্শকরা তাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন- পরিচালকের আসনে কঙ্কনা কীভাবে নতুন প্রজন্মের নগরজীবনকে হাস্যরসের ছোঁয়ায় তুলে ধরেন, সেটি দেখার জন্য।
কেএন/টিএ