ছেলেদের এশিয়া কাপের পর এবার নারী বিশ্বকাপেও পুনরাবৃত্তি হলো সেই দৃশ্য—ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের হাত না মেলানো।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের গ্রুপ ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তানের ফাতিমা সানা হাত মেলানো এড়িয়ে যান। টসে জিতে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
মাত্র এক সপ্তাহ আগেই শেষ হওয়া পুরুষদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও দুই অধিনায়ক হাত মেলাননি।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও দেখা যায়নি ঐতিহ্যবাহী করমর্দনের দৃশ্য।
জানা গেছে, সেই বিতর্কিত সিদ্ধান্তটি এসেছে ভারতের পক্ষ থেকেই। গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিশ্চিত করেন যে, ভারত দল আগেই জানিয়েছিল, ‘দুই অধিনায়ক হাত মেলাবেন না।’
ছেলেদের ঘটনার রেশ এখনো কাটেনি, তার মধ্যেই নারীদের বিশ্বকাপে একই ঘটনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের ছায়া যেন আরো স্পষ্ট হচ্ছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কেও।
আইকে/টিকে