দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর-এর আসন্ন অ্যাকশনধর্মী ছবি ‘ড্রাগন’ মুক্তির আগেই যেন ইতিহাস গড়ে ফেলছে। জনপ্রিয় পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে এই ছবিটি এনটিআর-এর প্রথম সহযোগিতা, আর তাই শুরু থেকেই ছবিটি ঘিরে দর্শক ও বাণিজ্য মহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।
প্রযোজনা করছে মৈথ্রি মুভি মেকার্স ও এনটিআর আর্টস। নায়িকা হিসেবে আছেন রুকমিনি বসন্ত, যিনি ইতিমধ্যে কন্নড় চলচ্চিত্রে নিজের অভিনয়গুণে পরিচিতি পেয়েছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু অভিনয় নয়, ছবিটির ব্যবসায়িক সাফল্যের ইঙ্গিতও নজর কাড়ছে।
শুধু সিডেড অঞ্চলের (আন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশ) থিয়েটার অধিকারই বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপিতে যা এখন পর্যন্ত ভারতের চলচ্চিত্র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রি-রিলিজ চুক্তি, ‘আরআরআর’-এর পরেই। এর পাশাপাশি উত্তর আমেরিকার মুক্তি-অধিকার বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি রুপিতে, যা এনটিআর-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রমাণ।
আরও চমকপ্রদ খবর হলো, পরিচালক প্রশান্ত নীল নিজেই ছবির মুনাফার ৫০ শতাংশ অংশীদার হচ্ছেন। বাকি অর্ধেক ভাগাভাগি হবে প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে। শুধু তাই নয়, ছবির জন্য তৈরি করা হয়েছে ১৫ কোটি রুপির বিশাল এক ঘরবাড়ির সেট, যা ছবির আভিজাত্য ও পরিসরের ইঙ্গিত দিচ্ছে।
২০২৬ সালের ২৫ জুন মুক্তির তারিখ নির্ধারিত ‘ড্রাগন’কে ঘিরে তাই ইতিমধ্যেই শুরু হয়েছে অপেক্ষার কাউন্টডাউন। দর্শকদের প্রত্যাশা ‘কেজিএফ’-এর মতোই এবারও প্রশান্ত নীল আর এনটিআর মিলে ভারতীয় সিনেমার বাণিজ্যিক মানদণ্ড নতুনভাবে নির্ধারণ করবেন।
এমকে/টিকে