জীবনটা আসলে আয়নার মতো, আয়নায় আমি ভেংচি কাটলে আয়নাও ভেংচি কাটবে : জাহিদ হাসান

নব্বই দশকের অন্যতম খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। সেই সময় শোবিজ অঙ্গনে তিনি রাজত্ব করেছেন এবং এখনও এই শিল্পে একটি স্থায়ী স্থান ধরে রেখেছেন। নতুন প্রজন্মের সঙ্গে সমানতালে কাজ করে চলেছেন। সম্প্রতি ‘উৎসব’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের আবারও মুগ্ধ করেছেন এই গুণী শিল্পী।

গতকাল জন্মদিন ছিল তার । এই দিন নিজের অতীত জীবনের স্মৃতিচারণা করেছেন জাহিদ হাসান। তিনি স্মরণ করেছেন সেই সংগ্রামী দিনগুলোকে। সাধারণ মানুষের জীবনের থেকে আজকের তারকা জাহিদ হাসানের যাত্রা ছিল কঠিন, তবে সব মিলিয়ে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ একজন অভিনেতা তিনি।

জন্মদিন উপলক্ষে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কষ্টের দিনগুলোই তাকে গড়ে তুলেছে। জাহিদ হাসান মনে করেন, জীবন তাকে ভাগাভাগি করা, ছাড় দেওয়া এবং কম্প্রোমাইজ করার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, 'এই জীবনে আমি দুঃখ-কষ্ট, ভালোবাসা, শ্রদ্ধা, অবহেলা ও তাচ্ছিল্য সবই পেয়েছি। সবাই কমবেশি এসব অনুভব করে। সঠিকভাবে সামলে নিতে পারলেই হয়। মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করা, ক্ষমা করা, শেয়ার করা এসবই শিখেছি এবং চেষ্টা করি তা অনুসরণ করার। অবশ্য হতাশার মুখেও পড়েছি, কিন্তু তা কাটিয়ে উঠেছি। তাচ্ছিল্য ও অবহেলার সময়েও কেউ না কেউ পাশে এসে দাঁড়ায়,হয় মানুষ, নয়তো একটি বই বা গান।’


সিরাজগঞ্জ থেকে আশির দশকের শেষ দিকে ঢাকায় এসে ধানমন্ডি ১৫ নম্বরে এক মেসে ওঠেন জাহিদ হাসান। চার–পাঁচজনের সঙ্গে ভাগাভাগি করে থাকতে হতো একটি ঘরে। মেসজীবনের স্মৃতিচারণা করে অভিনেতা বলেন, ‘মেসজীবনের শুরুতে এমনও দেখেছি যে বাথরুমে সাবান, শ্যাম্পু রেখে আসতাম, পরে আরেকজন এসে বলত, “বাথরুমে রেখে এসেছ কেন, আরেকজন তো ব্যবহার করবে।” আমি বলতাম, “করুক। সমস্যা কী?” অথচ সাবান পাতলা কাগজের মতো হয়ে যেত। শ্যাম্পু বোতলে থাকত না। তবে কষ্টের মধ্যেও একধরনের শান্তি আছে, আবার অশান্তিও আছে। জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। তাই কষ্টের পরের সুখটা আসলে অন্য রকম।’

জীবন প্রসঙ্গে জাহিদ হাসান আরো বলেন, ‘জীবনটা আসলে আয়নার মতো। আয়নায় আমি ভেংচি কাটলে আয়নাও ভেংচি কাটবে। হাসলে আয়নাও হাসবে। আবার অনেক সময় জীবনটা কাঁঠালের মতো, কোনো কিছুই ফেলনা নয়।’

জাহিদ হাসান ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’, ‘মন্ত্রী মহোদয়ের আগমন’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’-এর মতো নাটকগুলো তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারণ দক্ষতা দেখিয়েছেন।



বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ তার অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনা করে থাকেন। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক ‘লাল নীল বেগুনি’। তার পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিক সমূহ হল, ‘ঘুঘুর বাসা’, ‘চোর কুটুরি’, ‘একা’ ও ‘ছন্নছাড়া’। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহ হল ‘রুমঝুম’, ‘বোকা মানুষ’, ‘ব্যবধান’, ‘স্বপ্নের গ্রহ’, ‘অপু দ্য গ্রেট’, ‘প্রাইভেট ডিটেকটিভ’ ও ‘বাউন্ডুলে এক্সপ্রেস’।

জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকায় বসবাস করেন। তার ‘পুস্পিতা প্রডাকশন লিমিটেড’ নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি বৃদ্ধি পেয়েছে Oct 05, 2025
img

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি ও এনসিপি, আগে চায় জামায়াতে ইসলামী Oct 05, 2025
img
গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে অপূর্ব পালকে Oct 05, 2025
img
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের উদ্দেশ্যে ডিএসইর বিশেষ বার্তা Oct 05, 2025
img

বিসিবি নির্বাচন

রাতের ভোটকে হার মানিয়ে ফেলেছে, বললেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো রেদুয়ান Oct 05, 2025
img
খালাতো ভাইকে বিয়ে করেছিলেন, স্বীকার করলেন পরীমনি Oct 05, 2025
img
গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ সোমবার Oct 05, 2025
খেলাপি ঋণে ফাঁসছেন গ্যারান্টররা Oct 05, 2025
'জোর করে ইসরায়েলের পতাকায় চুমু খাওয়ানো হয়েছে থুনবার্গকে' Oct 05, 2025
রাজনৈতিক আঁতাতে উপদেষ্টাদের বিশ্বাসঘাতকতা: উদ্বিগ্ন নাহিদ ইসলাম Oct 05, 2025
img
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে প্রাণহানীর সংখ্যা বেড়ে ৪৫ Oct 05, 2025
img
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বিশাল জয়, বিদায় সিলেটের Oct 05, 2025
চাকসু নির্বাচন নিয়ে যেসব তথ্য জানালেন নির্বাচন কমিশনের সদস্য সচিব Oct 05, 2025
img
৩০ লাখের চাকরি ছেড়েছিলেন ‘ব্যাডস অব বলিউড’ তারকা! Oct 05, 2025
img
গ্রেপ্তারের সময় পরিচয়পত্র থাকতে হবে পুলিশের Oct 05, 2025
img
মহাসমারোহে বিয়ে করতে চান টেইলর সুইফট Oct 05, 2025
img
দুর্গাপূজার কার্নিভ্যালে জয়া আহসানকে অতিথি করায় বিক্ষোভ করে বিজেপি Oct 05, 2025
img
অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন, তাদের নাম প্রকাশ করা হবে: নাহিদ Oct 05, 2025
img
হোয়াইট-ওয়াশের মিশন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 05, 2025
img

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা

জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করুন, দেরিতে হাসপাতালে এলে ঝুঁকি মারাত্মক Oct 05, 2025