টঙ্গি থেকে উদ্ধার বাকৃবির চুরি হওয়া গবেষণার ভেড়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৩টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ভেড়াগুলো উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন- টঙ্গি পশ্চিম থানা এলাকার মৃত হোসেন সিকদারের ছেলে মো. আবুল কালাম (৪৮) এবং একই এলাকার মৃত কসর উদ্দিন শেখের ছেলে মো. হিরা মিয়া (৩৫)।

এদিন বিকেল ৩টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে চুরি হওয়া ভেড়া ও গ্রেপ্তার দুই চোরের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেট সংলগ্ন খামার থেকে এসব ভেড়া চুরি হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ। তিনি জানান, একটি চোরচক্র ভেড়াগুলো চুরি করে গাজীপুরের টঙ্গি এলাকায় নিয়ে যায়। পরে সেখান থেকে ৬টি ভেড়া এক ব্যক্তির কাছে এবং বাকি ৭টি ভেড়া বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়।

এসআই খালিদ জানান, তথ্য পেয়ে অভিযান চালিয়ে সেই ৬টির মধ্যে ৪টি ভেড়া উদ্ধার করা হয়েছে। বাকি দুটি মারা গেছে। অন্য ৭টি ভেড়া উদ্ধারে অভিযান চলছে। এছাড়া এই ঘটনায় আরও যারা জড়িত, তাদের ধরতেও তৎপরতা চলছে।

ভেড়া উদ্ধারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গবেষণার দায়িত্বে থাকা বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি। তিনি বলেন, আমি খুব খুশি। এ গবেষণায় আমি গোল্ড মেডেল পেয়েছি। এই জাতের ভেড়া চর ও হাওর এলাকায় বেশ পরিচিত। উদ্ধার হওয়ায় গবেষণা কাজ এগিয়ে নেওয়া সহজ হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি ভেড়ার উপর গবেষণার জন্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) থেকে গোল্ড মেডেল পেয়েছেন। তার গবেষণার বিষয় ছিল মাল্টিপল ওভুলেশন এবং এমব্রায়ো ট্রান্সফার।

তিনি ২০১১ সাল থেকে ভেড়ার ভ্রূণ উৎপাদন ও ভ্রূণ স্থানান্তর বিষয়ে গবেষণা করে আসছেন। দেশে তিনিই প্রথম ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদনে সফল হন। সুপার ওভুলেশনের মাধ্যমে বছরে ২৫-৩০টি উন্নত প্রজাতির কাঙ্ক্ষিত ভ্রূণ উৎপাদন করতে সক্ষম হয়েছেন তিনি।

তার এই গবেষণা দেশে আমিষের চাহিদা মেটানো এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সীমান্ত দিয়ে পুশইন সহ্য করা হবে না : রিজিয়ন কমান্ডার Oct 05, 2025
img
হংকংয়ের বিপক্ষে হামজাকে নিয়ে কী পরিকল্পনা হেড কোচ ক্যাবরেরার ? Oct 05, 2025
img

পরীর প্রশ্ন

‘আমার কেন শত্রু হবে?’ Oct 05, 2025
img
যেটা কানে আসার এসেছে, যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে : ঋতাভরী Oct 05, 2025
img
সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে Oct 05, 2025
img
আগামীকাল লক্ষ্মীপূজা Oct 05, 2025
আমাদের লজ্জায় মরে যেতে ইচ্ছে হয়! Oct 05, 2025
শেষ মুহুর্তে শিশির মনির-সালাহউদ্দিন বিতর্ক! ‘করে ফেলেছি এবং করবো বিষয়টা এক নয়’ Oct 05, 2025
img
আবারও চলতি পথে এয়ার ইন্ডিয়ায় বোয়িং বিমানে ত্রুটি Oct 05, 2025
img
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের নিয়ে খেলা চলছে : মনজুর আহমেদ Oct 05, 2025
img
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার Oct 05, 2025
img
২ দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান Oct 05, 2025
img
মালদ্বীপের প্রেসিডেন্টের নিকট নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ Oct 05, 2025
img
ফোনে নেতানিয়াহুকে ধমক দিলেন ডোনাল্ড ট্রাম্প, কারণ কী! Oct 05, 2025
img
ভারতের বিপক্ষে প্রথমবার ইতিহাস গড়ল পাকিস্তান Oct 05, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন হবে না : প্রিন্স Oct 05, 2025
img
৬৫ টন কাঁচা মরিচ এলো ভারত থেকে ! Oct 05, 2025
img
ছাত্রদলের এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার Oct 05, 2025
img
চীনে আঘাত হানল টাইফুন মাতমো Oct 05, 2025
img
তদন্ত প্রতিবেদন জমা দিতে রাজউকের কঠোর নির্দেশনা Oct 05, 2025