আবারও নতুন করে আলোচনায় আনুশা দাণ্ডেকার। পডকাস্টে তার বলা কিছু কথা যা নিয়ে ইন্টারনেটে তোলপাড় চলছে। তার শো থেকে একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তিনি খোলামেলাভাবে বলেছেন যে ‘সিচুয়েশনশিপ’ বলতে তিনি আসলে কী বোঝেন। তিনি স্বীকার করেছেন যে প্রাক্তন করণ কুন্দ্রাকে তিনি ব্যবহার করেছেন নানা সুবিধার জন্য—যেমন ভ্রমণ, পার্টি আর যৌনতার জন্য।
মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে কর্ণ-আনুশার মধ্যাকার মাখামাখি প্রেমের কথা সবাই জানলেও এবার অভিনেত্রী গাইলেন উল্টো সুরে। জানালেন কর্ণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না। যা ছিল তা সময় কাটাতে ও শারীরিক প্রয়োজন মেটাতে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে এসব কথা বলেছেন আনুশা। তার কথায়, “আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদযাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্যাপন উপভোগ করতে তাই এমন কারও পাশে থাকা দরকার যিনি সাময়িক অভাব পূরণ করবেন। কর্ণ আমার জীবনে সেই ব্যক্তি।”
আনুশা স্পষ্ট করে জানিয়েছেন, শুধুই উদযাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন। বলেন, “কোনো মানুষ একা বাঁচতে পারে না। সবারই যৌনতা প্রয়োজন। সেক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?”
তবে আনুশার এমন মন্তব্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ করছেন কটাক্ষ, তো কেউ তুলছেন সংস্কৃতির কথাও। কেউ কেউ দেখছেন ব্যাভিচার হিসেবে।
তবে সেসব নিয়ে অভিনেত্রী এখনও কোনো বক্তব্য দেননি।
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও আনুশা। তিন বছরেরও বেশি সময় ধরে চলেছিল তাদের প্রেম। কিন্তু ২০২০ সালে আকস্মিকভাবে সম্পর্ক ভেঙে যায়। এখন করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, আনুশা দাণ্ডেকরও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।
এবি/টিকে