কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুটি ঘটনায় বজ্রপাতে মাদ্রাসার এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার সময় বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বাবলুর বাড়ি ওই এলাকার নূর হোসেনের। ঘটনাস্থলেই মারা যায় সে।
অন্যদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে সহিবর (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন তিনি। পরে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুটি ঘটনারই খবর পেয়েছি। বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/টিকে